নিজস্ব সংবাদদাতা, গোয়ালপোখরঃ সারের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে গোয়ালপোখর ১ নং বিডিওর কাছে স্মারক লিপি জমা দিল এআইকেকেএমএস-এর গোয়ালপোখর শাখা। এদিনের এই ডেপুটেশনে অংশ নেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দয়াল সিংহ সহ একাধিক নেতৃত্ব। তারা দাবি করেন, কৃষকদেরকে বিনামূল্যে বিজ প্রদান করতে হবে। দাবি পুরন না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান স্থানীয় নেতা মহিমুদ্দিন।
2024-11-11