জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: উত্তরবঙ্গের বৃহত্তম দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত বোল্লা অঞ্চলের বোল্লা মায়ের পুজো শেষে সোমবার সন্ধ্যায় মায়ের ভাসান উপলক্ষে এদিন প্রচুর জেলার ও বাইরের ভক্তের সমাগম হয়। সেই সংবাদ এক চিত্র সাংবাদিক সংগ্রহ করতে গেলে গংগারামপুরের মহকুমাশাসক SDPO সেই চিত্র সাংবাদিক পরিচয় দেওয়া সত্বেও তাকে সজোড়ে থাপ্পড় মারে। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালে সুপার সাহেব ওই অভিযুক্ত এসডিপিও-র বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার আশ্বাস দেন। চিত্রসাংবাদিককে হেনস্থা ও হামলার অভিযুগে সমস্ত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় শুরু হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও সাংবাদিকের উপর হামলা ও হেনস্তার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন সকলে। পাশাপাশি আইনের রক্ষকের হাতে সাংবাদিক নিগ্রহের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
2024-11-26