জয়দীপ মৈত্র, বালুরঘাটঃ চলতি মাসের ২২ নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী মাতার পুজো উপলক্ষ্যে বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে গান গাইলেন কোলকাতা পুলিশে কর্মরত উৎপল ঘোষ। কোলকাতা পুলিশে কর্মরত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সৈয়দপুর গ্রামের বাসিন্দা উৎপল ঘোষ জানিয়েছেন, “দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সৈয়দপুর গ্রামে আমার বাড়ি। আমার বহুদিনের স্বপ্ন ছিল বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে একটা গান গাওয়া। আজ ১৯শে নভেম্বর মঙ্গলবার এই গানটির রিলিজ হলো ও এবারে স্বপ্ন পূরণ হলো।”
তার এই গানটি রিলিজ হলো ‘বাংলার ফোক’ ইউটিউব চ্যানেল থেকে। গানটির সুরকার ও গীতিকার রাজু রায়, তিনিও একজন পুলিশকর্মী যার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। পুলিশের চাকরি মানেই কর্মব্যস্ত, তার মাঝে দুজনের অক্লান্ত পরিশ্রমে বোল্লা মাকে নিয়ে ভাবনা মায়ের মহিমাকে আরো অসংখ্য মানুষের মাঝে বিলিয়ে দিতেই তাদের এই প্রয়াস বলে জানিয়েছেন তারা। গানটির মিউজিক ডিরেক্টর সন্তু দাস এবং রেকর্ডিস্ট দুর্গা প্রসাদ এবং কোলকাতার টালিগঞ্জে রাধা সুদর্শন মিউজিক থেকে গানটি রেকর্ডিং করা হয়েছে।