মালদার ফারাক্কা ব্যারেজের জল বিপদ সীমার উপরে বইতে শুরু করেছে। যার দরুন মালদার পার লালপুর, দেওয়ানপুর, পোষ্টঅফিস পাড়া, সোভাপুর, পার বৈদ্যনাথপুর, পার অনন্তপুর, পার পরান পাড়া, গোলাপ মন্ডল পাড়া, খোয়ার পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার মানুষদের মনে দুশ্চিন্তার ছায়া।
2025-08-13