এবার আরএসএস-এর কাছে খোলা চিঠি দিলেন আইনজীবি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

এবার আরএসএস-কে খোলা চিঠি দিলেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

“আরেসেসবিজেপির বন্ধুদের কাছে একটি খোলা চিঠিঃ

আপনাদের প্রিয় চ্যানেল রিপাবলিক বাংলায় বসে, পা দোলাতে দোলাতে, সারেন্ডারমোদীকে ভোট/চোর বলার পর থেকে, দল বেঁধে ঘিরে ধরে চাপ সৃষ্টি করার পরেও সেই অবস্থান থেকে সরে না আসায় এবার লাগাতার হুমকি এসে চলেছে। কি হুমকি, কারা দিচ্ছে সেটা সহজেই অনুমেয়। এমন নয় যে এরকম হুমকি এই প্রথম পাচ্ছি। তবে, এবারের মাত্রা এবং সংখ্যা, দুইই অভূতপূর্ব।

তাই, আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদের যাবতীয় পরিশ্রম লাঘব করবার স্বার্থে জানিয়ে রাখি, আমি, শ্রী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সমস্ত দিক বিবেচনা করে, একজন প্রকৃত বাঙ্গালী হিসেবে, আরেসেসবিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছি। এই অবস্থানের কারণে যা মূল্য চোকাতে হবে, সেই মূল্য চোকাতে, যা যা ক্ষতির সম্মুখীন হতে হবে, সেই ক্ষতির সম্মুখীন হতে, এবং সেই সব কিছুর পরেও লড়াই চালিয়ে যেতে যা যা করতে হবে, সেই সব কিছু করার জন্য আমি প্রস্তুত।

যদি বেঁচে থাকি, এবং যতদিন বেঁচে থাকব, আমি আপনাদের প্রভূত দুঃখ এবং দুর্দশার কারণ হতেই থাকব, অবশ্যই রাজনৈতিকভাবে।

তাই বলছি, অনবরত “ধরব-মারব-কাটব” গোছের হুমকি না দিয়ে, যদি পারেন, যদি মুরোদে কুলোয়, কিছু একটা করুন। অযথা হুমকি দিয়ে দিয়ে নিজেদের মূল্যবান সময়, মেধা এবং শ্রম ব্যায় করবেন না।।

ধন্যবাদান্তে,

ইতি,

বিনীত,

শ্রীযুক্ত অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।।”

শেয়ার করুন এক ক্লিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *