বর্ধমানে বয়স্ক ভিক্ষাজীবিদের পাশে পুলিশ ইন্সপেক্টর

দেবাশীষ ঘোষ, পূর্ব বর্ধমান: বর্ধমান থানার ইন্সপেক্টর-ইন-চার্জ শ্রী দিব্যেন্দু দাসের উদ্যোগে ৩ নং শাঁখারিপুকুরের ম্যালেরিয়া অফিস কালী মন্দিরের সংলগ্ন এলাকায় ১০০ জন দুঃস্থ বয়স্ক ভিক্ষাজীবিদের দ্বিপ্রাহরিক আহার প্রদান করা হয়। দুপুরের মেনুতে ছিল ভাত ডাল শাকের তরকারি, সবজির তরকারি, মাংস, চাটনি এবং মিষ্টি। এর পাশাপাশি ওই মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিলেন বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। আই সি দিব্যেন্দু দাস মহাশয় বলেন, “শীতের সময় যেহেতু বিভিন্ন প্রান্তিক শ্রেণীর ভিক্ষজীবীরা কষ্টে থাকেন তাই তাদের একটু উষ্ণতার ছোঁয়া দিতেই এই প্রচেষ্টা।”
সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান, “আমরা প্রত্যেক শনিবার ৫০ জন পথচলতি ভিক্ষুক, ভবঘুরে মানুষদের দ্বিপ্রাহরিক আহার প্রদান করে থাকি। ক্ষুধা রূপ অসুর থেকে সমাজকে মুক্তি দিতেই আমাদের এই উদ্যোগ।” তিনি আরও বলেন, “প্রশাসনিক মহলের এই সহযোগীতায় বিভিন্ন দুঃস্থ মানুষ সত্যিই উপকৃত হচ্ছেন এবং তারা সর্বান্তকরণে এইভাবেই সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এই আমাদের অভিপ্রায়।”
সংস্থার তরফে উপস্থিত ছিলেন শ্রাবন্তী সাহা, অন্তরা দাস, দ্যুতি কোনার, কোয়েল মালিক সহ প্রমুখরা।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *