এবার তিরঙ্গা যাত্রায় অংশ নেওয়া বিজেপি কর্মীকে শারীরিক আঘাতের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর বিধানসভার মন্নাবস্থি এলাকায়। গত শুক্রবার গোয়ালপোখর বিধানসভার বিজেপি নেতা গোলাম সরোবরের নেতৃত্বে একটি বাইক র্যালি করা হয়। যেখানে অন্যান্য কর্মীদের সঙ্গে অংশ নেন আনারুল হক নামের এক বিজেপি কর্মী। অভিযোগ, শাহেনসা, রাজাবুল ও হাসিম নামে তিন ব্যাক্তি আনারুলকে মারধোর করে। আজ রবিবার ঘটনার লিখিত বিবরণ দিয়ে গোয়ালপোখর থানায় অভিযোগ দায়ের করা হয়।
বিজেপি নেতা গোলাম সরোবর বলেন, “বাইক র্যালি সম্পুর্ণ রুপে প্রশাসনের অনুমোতিতে হয়েছে।” এইসমস্ত দুষ্কৃতীরা যে ভাষা বোঝে, ভবিষ্যতে তার সেই ভাষায় জবাব দেওয়া হবে।” সর্বপরি ঘটনার জেরে এলাকার রাজনৈতিক মহল উত্তপ্ত রয়েছে।