নিজস্ব সংবাদদাতা, গোয়ালপোখরঃ গোয়ালপোখরে সারের কালোবাজারি বন্ধ করা সহ কৃষকদের একাধিক দাবিতে কৃষি দপ্তরে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া কিষান ও ক্ষেত মজুর সংগঠন (AIKKMS)-এর গোয়ালপোখর শখা। তারা দাবি করেন কিছু অসাধু ব্যাবসায়ী সারের দাম নির্ধারিত মূল্যের চাইতে বেশি নিচ্ছেন। এক্ষেত্রে প্রশাসন উদাসীন। বিষয়টি গুরুত্ব সহকারে তদারকি করা, গরীব কৃষকদেরকে বিনামূল্যে বিজ প্রদান সহ একাধিক দাবি জানান তারা।
2024-11-11