দুয়ারে সরকার হলেও, পাড়ার সমাধান হলনা শ্রীপুরে

দুয়ারে সরকার হলেও, পাড়ার সমাধান হলনা শ্রীপুরে

কথা ছিল ‘দুয়ারে সরকার’ শিবির এবং ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির একই দিনে অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ি আজ ক্যাম্প তৈরি করা হয়েছিল গোয়ালপোখরের সাহাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রী না আসাতে ভেস্তে গেল ‘আপাআস’ (APAS Amader Para Amader Somadhan) প্রকল্পের প্রক্রিয়া। শুধুমাত্র দুয়ারে সরকার শিবির করেই ফিরে যেতে হল গোয়ালপোখর ব্লকের বিভিন্ন আধিকারিকদের।

জানা যায় এদিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে শ্রীপুর ও দক্ষিন ঘোড়ামারা ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত মোট কুড়ি লক্ষ টাকার প্রকল্প গ্রহন করার কথা ছিল। এই প্রকল্পের নিয়মানুসারে উক্ত আলোচনায় মন্ত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। এবং সেই অনুযায়ী তিনি আসবেনও বলেছিলেন। যদিও, প্যান্ডালটি ভুলবশত মন্দির প্রাঙ্গনে করা হয়েছে বলে শেষ পর্যন্ত মন্ত্রী গোলাম রব্বানী আর আসেননি। মাঝ রাস্তা থেকেই ঘুরে যায় তার গাড়ি। যার দরুন কার্যত স্থগিত থাকে APAS-এর কাজ। সুত্রের খবর, পরবর্তিতে কোনও একদিন এই শিবিরটি করা হবে। তবে তার সঠিক তারিখ জানা যায়নি।

রাজ্য সরকারের এই নতুন ঘোষিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে প্রতিটি বুথের জন্য দশ লক্ষ করে টাকা ধার্য্য করা হয়েছে। নিয়মানুযায়ী এই টাকা পাড়ার বাসীন্দারা নিজেরাই আলোচনা করে খরচ করবেন। এদিন শ্রীপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গনে দেখা যায় কিছু উৎসাহী যুবক তাদের নিজেদের ওয়ার্ডের ১০,০০,০০০ টাকা কিভাবে ব্যয় করবেন, কিভাবে গ্রামের উন্নতি করবেন সে বিষয়ে মতামত দিতে ক্যাম্পে আসেন। কিন্তু মন্ত্রী না আসাতে তারা হতাশ হয়ে ফিরে যান।

শেয়ার করুন এক ক্লিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *