আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো গোয়ালপোখর চক্রে বনবাড়ী-কামাত প্রাথমিক বিদ্যালয়ের শিশু গ্রন্থাগার। গোয়ালপোখর চক্রে এই প্রথম কোনো প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য গ্রন্থাগার তৈরী হলো। বিদ্যালয়ের শিক্ষক মনোজ প্রামানিক ও শিক্ষিকা শেফালী বিশ্বাস একযোগে বলেন, “বাচ্চারা তাদের সিলেবাসের বাইরেও অনেক বই এখানে পড়তে পারবে এবং তাদের জ্ঞানের সীমাকে আরও সমৃদ্ধ করতে পারবে।” এই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক বিশ্বাস বলেন, “সরকারি কোনো অনুদান ছাড়া শুধু মাত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে এবং সহযোগিতায় এই সুন্দর পাঠাগারটি ছাত্রছাত্রীদের উপহার দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্ব অনুভব করছি।”
এদিনের এই গ্রন্থাগার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সহকারি সভাধিপতি গোলাম রসুল (Ghulam Rasool)। উপস্থিত ছিলেন গোয়ালপোখর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ইন্দ্রজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এমনিতেই পড়াশোনা সহ সাংস্কৃতিক বিভিন্ন উদ্যোগের জন্য এলাকায় সুনাম রয়েছে এই বনবাড়ি-কামাত প্রাথমিক বিদ্যালয়ের। এবার নতুন গ্রন্থাগার পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকেরা।